Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১

প্রতিনিধি, কেরানীগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১

ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে হাইওয়ে মিনিবাস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-০২৭১)। এতে অজ্ঞাতনামা (৩০) এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় কেন্দ্রীয় কারাগারের পাশে ঢাকা-মাওয়া মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই বাসটি ঢাকা থেকে মুন্সিগঞ্জের নিমতলার দিকে যাচ্ছিল। বাসটি অত্যন্ত দ্রুতগতির হওয়ায় মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাসটি উল্টে পড়ে থাকতে দেখি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত যাত্রীরা চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে চলে যায়। পরে বিষয়টি হাইওয়ে পুলিশ দায়িত্ব নিলে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।’

হাসারা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবজাল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত সবাই স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অজ্ঞাতনামা এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।’

আবজাল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় কবলিত বাসটি আমাদের হেফাজতে রয়েছে। তবে এর চালক ও চালকের সহযোগী পলাতক রয়েছেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ