Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ায় ক্ষুব্ধ পরিবহন নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ায় ক্ষুব্ধ পরিবহন নেতারা

বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর ১৭ শতাংশ টোল বাড়িয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। দুই সেতুর টোল বাড়ানোয় ক্ষুব্ধ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গে আলাপ করে টোল নির্ধারণ করা হয়নি। এটা আসলে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা লিখিতভাবে টোল বৃদ্ধির কারণ জানতে চাইব।’

নতুন টোল বাস মালিকদের জন্য বাড়তি চাপ হবে জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘করোনার ধাক্কা সামলিয়ে পরিবহন সেক্টর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। ক্ষতি পোষাতে আমরা কোনো প্রণোদনাই পেলাম না। এর মধ্যে আবার নতুন করে সেতুর টোল বাড়ানো হলো। এতে মালিকেরা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হওয়ারই কথা।’

সেতুর টোল বাড়ানোর বিষয়ে জানাতে চাইলে গত মঙ্গলবার সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক আজকের পত্রিকাকে বলেন, অনেক বছর পর সেতুর টোল মাত্র ১৭ শতাংশ বাড়ানো হয়েছে। জিনিসের দাম বাড়ায় সরকারের ব্যয় বেড়েছে। এটা সমন্বয় করতেই টোল বাড়ানো হয়েছে।’

বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার: মোটরসাইকেলে ৫০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা, বড় বাস এক হাজার টাকা। তা ছাড়া ছোট ট্রাক (৫ টন) এক হাজার, মাঝারি ট্রাকে এক হাজার ২৫০, ট্রাক (৩ এক্সেল) দুই হাজার, ট্রেইলার (৪ এক্সেল) তিন হাজার ও ট্রেইলার (৪ এক্সেলের অধিক) তিন হাজার টাকার ওপরে টোল দিতে হবে।

মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার: ভ্যানে (তিন চাকাবিশিষ্ট)/ মোটরসাইকেলে ১৫ টাকা, সিএনজি অটোরিকশায় ৩০ টাকা, কার, টেম্পো, জিপ, মাইক্রো, পিকআপ ৫০ টাকা, ছোট বাস ১৫০ টাকা, বড় বাসে (৩২ আসন) ২৫০ টাকা, ছোট ট্রাকে (৫ টন) ২০০ টাকা, মাঝারি ট্রাকে (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেল এক হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) এক হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ টাকা করে যোগ হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ