মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে নাসির শেখ (৪৫) নামে এক ভারতের নাগরিককে আটক করেছে বিজিবি। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার এনপি ১০৩-এর ৩ এস এর পাশের বাংলাদেশ অভ্যন্তরের কাগমারী মাঠ থেকে তাঁকে আটক করেন ৬ বিজিবি আনন্দবাস ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার নাসির শেখ নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্ম নগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে।
৬ বিজিবি আনন্দবাস ক্যাম্পের কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের অভ্যন্তরের কাগমারী মাঠে থেকে ভারতের নাগরিক নাসিরকে আটক করা হয়। পরে নিয়মিত মামলা দিয়ে তাঁকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, সোমবার রাতে আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা নাসির শেখকে আটক করেন। গতকাল মঙ্গলবার নাসিরকে আদালতে পাঠানো হবে।