বাগমারা প্রতিনিধি
বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা সরকার নিষিদ্ধ ড্রাম চিমনির ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোবিন্দপাড়া ইউনিয়নের বাড়িগ্রাম-দৌলতপুর মোড়ে আব্দুস সামাদ নামের এক ব্যক্তির ইটভাটায় গত মঙ্গলবার অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় ইটভাটা মালিক পালিয়ে যান। উপজেলাজুড়ে ১৭ থেকে ১৮টি ড্রাম চিমনির অবৈধ ইটভাটা রয়েছে।
ইউএনও ফারুক সুফিয়ান বলেন, ‘উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনির ইটভাটাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’