তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকারিদের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় পাখি শিকারের টেঁটাসহ এক শিকারিকে আটক করলেও শিকারকৃত পাখি নিয়ে পালিয়ে যান তাঁর সহযোগীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় এ হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিল এলাকায় এ ঘটনা ঘটে। আটক জমির মিয়া (৩০) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার ক্যাম্পের সহকারী নৌকা চালক মেহেদী হাসান শুভ, কমিউনিটি গার্ডের সদস্য হাবিবুর রহমান বাদশা, জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকার চালক মনির মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। হাওরে পাখি শিকার রোধে ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।