বিনোদন প্রতিবেদক, ঢাকা
দর্শক পর্দায় সিনেমা উপভোগ করেন। কিন্তু নির্মাণের পেছনও থাকে কত গল্প। ঘটে নতুন নতুন ঘটনা। সিনেমার পেছনের সেসব গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন রায়হান রাফি, নাম ‘সাত নাম্বার ফ্লোর’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা।
তমা এই পরিচালকের সিরিজ ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ এবং ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। জিতেছেন বেশ কিছু পুরস্কার। তমা জানালেন, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছিলেন পাখি চরিত্রে। এই ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন পাখি চরিত্রে। তমা বলেন, ‘এমন চরিত্রে আমাকে আগে কেউ দেখেননি। অনেক শেড আছে এই চরিত্রে। একটা আইটেম গানেও পারফর্ম করেছি।’
চরকি প্রযোজিত ওয়েব ফিল্মটিতে বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুটিং প্রায় শেষের দিকে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওয়েব কনটেন্টে কাজ করছেন জয়। আরও অভিনয় করছেন নায়িকা বুবলী, মডেল রাজ, সুমন আনোয়ার প্রমুখ। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি এখন পরিচিত মুখ।
জানা যায়, সিনেমার পেছনের নানা ঘটনা, বিনোদন সংবাদকর্মী, নায়িকা, পরিচালক, প্রযোজক—সবাই থাকছেন এই ওয়েব ফিল্মের চিত্রনাট্যে। মুক্তি পাবে এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
ঈদের পরপরই তমা শুরু করবেন নতুন একটি ওয়েব কনটেন্টের শুটিং। ঈদে তমাকে দেখা যাবে সাদেক সাব্বির পরিচালিত ‘নিখোঁজ সংবাদ’ নামের একটি নাটকে। এই বছর ক্যারিয়ারের এক যুগ পূর্ণ করেছেন তমা। দীর্ঘ এই সময়ে টানা কাজ করতে পারাটা আশীর্বাদ মনে করছেন।