হোম > ছাপা সংস্করণ

১৫ কেজির পাঙাশে মানিকের মুখে হাসি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মায় জেলেদের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২০ হাজার ২৫০ টাকায় এক ব্যবসায়ী কিনে নেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া বাহির চর এলাকার পদ্মায় পাবনার বেড়া এলাকার প্রবীণ জেলে মানিক হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট কেসমত মোল্লার আড়তে আনা হলে পাঙাশটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকায় কিনে নেন ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জেলে মানিক হালদার বলেন, গতকাল সকালে মাছ ধরতে বের হন। সারা দিন কোনো মাছ না পেয়ে বিকেল ৪টার দিকে বাহির চর দৌলতদিয়ায় এলাকায় জাল ফেলে পরে গুটিয়ে নৌকায় তুলছিলেন। নদীতে স্রোত থাকায় জাল তোলার সময় তেমন কিছু টের পাননি জেলেরা। পুরো জাল নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি পাঙাশ উঠেছে। 
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার আরিফা-চাঁদনী মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি কেনার পর মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করা হচ্ছে। মাছটি কেজিপ্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলে বিক্রি করবেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় স্রোত বইছে। বাতাসে নদী উত্তাল থাকায় বড় মাছ খুব একটা ধরা পড়ছে না। বেশ কয়েক দিন পর ১৫ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন