গ্রীষ্মের গরমে যখন আর কিছুই খেতে মন চায় না, তখন মুখে রুচি ফিরিয়ে আনে কাঁচা আম। কাঁচা আম কেটে তার ওপর লবণ ও মরিচ ছড়িয়ে মুখে পুড়ে নেওয়া ছাড়াও ডাল রান্নায়, শরবত তৈরিতে ও আচার বানাতে এটি ব্যবহার করা হয়।
কাঁচা আম পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, কে, এ, বি৬ ও ফলেট। কাঁচা আম বদহজমের সমস্যা দূর করে, ওজন কমাতে সাহায্য করে ও দৃষ্টিশক্তি ভালো রাখে।
উপকারিতা
সূত্র: নিটমিডস