হোম > ছাপা সংস্করণ

মাইকে ডাকাত ঢোকার ঘোষণা, রাতভর আতঙ্ক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে ঘোষণা দিয়ে গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে রাতভর আতঙ্কিত ছিল ওই সব গ্রামের মানুষ। তবে কোনো এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রূপসা দক্ষিণ ইউনিয়ন থেকে এই গুজবের শুরু বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন, ১৪ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডাকাত পড়ার খবর মসজিদের মাইকে ঘোষণা দিতে শুনেছেন। অনেকে সেটা বিশ্বাস করে মধ্যরাতে স্বজনদের ফোন দিয়ে সতর্ক করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দেন।

সাহেবগঞ্জ গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এলাকায় ডাকাত ঢুকেছে। সবাই যেন সতর্ক থাকি। তাই আমরা ঘুম থেকে উঠে এলাকার মানুষজন একত্র হয়ে ডাকাত ধরার প্রস্তুতি নিয়েছি। পরে শুনি, এটা নেহাত একটা গুজব।’

উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খান বলেন, ‘আমি মোবাইল ফোনে খবর পাই ডাকাত ঢুকেছে, পরে থানার ওসিসহ একদল পুলিশের সহায়তা নিয়ে ফরিদগঞ্জ-রায়পুর উপজেলার বর্ডার এলাকায় পাহারার ব্যবস্থা করেছি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘এলাকায় ডাকাত দলের প্রবেশের ঘোষণা বিভিন্ন মসজিদ থেকে দেওয়া হয়। তবে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। যেহেতু অনেকেই মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন, তাই সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন