নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সফটওয়্যার, হার্ডওয়্যারসহ সুনির্দিষ্ট কিছু পণ্য রপ্তানি এবং ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য ৪ শতাংশ হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে চলতি অর্থবছরের শেষ দিন পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে।
তবে প্রণোদনার জন্য কিছু শর্ত আরোপ করে গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এসব নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি ইনাবেল সার্ভিসেস), সফটওয়্যার ও হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে আয় দেশে আসতে হবে বৈধ চ্যানেলে। আর ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য রপ্তানি ভর্তুকি পেতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নির্ধারিত ৫৫টি অনলাইন মার্কেট প্লেস থেকে অর্জিত আয় দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।