রংপুর প্রতিনিধি
জনসচেতনতা বাড়াতে ১৫০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেওয়া শুরু করেছেন রংপুরের তিন রোভার স্কাউট সদস্য। ‘প্রজন্মের দীক্ষা-কারিগরি শিক্ষা, পলিথিনের সর্ব গ্রাস-পরিবেশের সর্বনাশ, করোনা শেষ হবার নয়-সচেতনতায় সুরক্ষা হয়’- এই থিম নিয়ে তাঁরা পদযাত্রা করছেন। যাত্রা পথে তাঁরা জনগণকে এসব বিষয়ে সচেতন করবেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু হয়। আগামী সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সেতুতে পৌঁছানোর মধ্য দিয়ে এ যাত্রা শেষ হবে।
পদযাত্রায় নামা তিনজন হলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের সদস্য সিনিয়র রোভার মেট (ক ইউনিট) শহিদুল ইসলাম জীবন, সিনিয়র রোভার মেট (খ ইউনিট) মো. কামরুল ইসলাম খান ও রোভার মেট (খ ইউনিট) মো. রাকিবুল ইসলাম রুম্মান।
পদযাত্রাকারী রোভার স্কাউট সদস্যরা এর আগে জেলা রোভারের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের কমিশনার অধ্যাপক ড. মোছা. আরেফিনা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা পরিভ্রমণের বিষয় সম্পর্কে অবহিতকরণের জন্য জেলা রোভার স্কাউটের সম্পাদক ও পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুণের নেতৃত্বে এই সাক্ষাতে যান।