হোম > ছাপা সংস্করণ

সরকারি প্লট পেলেন শিল্পীরা, চিকিৎসা সুবিধাসহ পাবেন নানা সহযোগিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০ এপ্রিল সাভারের লাজপল্লীতে হয়ে গেল অভিনয়শিল্পী সংঘ আয়োজিত বৈশাখী উৎসব ২০২৪। আয়োজনকে মূলত দুটি ভাগ করা হয়েছিল। একটি, সংগঠনের বার্ষিক সাধারণ সভা, অন্যটি আনন্দ সম্মিলন। সাধারণ সভায় সংগঠনের গত বছরের কার্যক্রম তুলে ধরা হয় সদস্যদের সামনে। অন্যদিকে, মধ্যাহ্নভোজের পর আয়োজিত আনন্দ সম্মিলনে ছিল সাংস্কৃতিক আয়োজন ও গুণীজন সম্মাননা প্রদান।

অংশ নিলেন যাঁরা
অনুষ্ঠানের দিন সকালে ঢাকার পাঁচটি স্পটে ছিল পাঁচটি দোতলা বাস। অভিনয়শিল্পীসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে নির্ধারিত সময়ে ছেড়ে যায় বাসগুলো। প্রায় নির্ধারিত সময়ে সবাই অনুষ্ঠান ভেন্যুতে পৌঁছে যান। কাজ থাকায় অনেকে আবার নিজ উদ্যোগে পরে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা মামুনুর রশীদ, আবুল হায়াত, নরেশ ভুঁইয়া, মনোজ সেনগুপ্ত, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, নাজনীন হাসান চুমকী, ডা. এজাজুল ইসলাম, তানভীন সুইটি, দীপা খন্দকার, শাহেদ আলী, সাজু খাদেম, আফসানা মিমি, জয়া আহসান, তাহমিনা সুলতানা মৌ, জাকিয়া বারী মম, ফারুক আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, শাহাদাত হোসেন, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল, শামস সুমন, সমু চৌধুরী, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, নাসির উদ্দিন খান, জামিল হোসেনসহ অনেকে।

গত বছরের সাফল্য
সাধারণ সভায় গত বছরের নানা কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। নাসিম বলেন, ‘সারা বছর অভিনয়শিল্পীদের পেশাগত যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকার এবং সহযোগিতার চেষ্টা করেছি। এ ছাড়া সংগঠনের উদ্যোগে দেশের সব কটি সরকারি এবং বেশ কিছু বেসরকারি হাসপাতাল যেমন ল্যাবএইড, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল, ইনসাফ বারাকাহ হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন থেকে বিশেষ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, আগামী দিনেও পাবেন। প্রয়োজনে অনেক অভিনয়শিল্পীকে আর্থিকভাবেও সহযোগিতা করা হয়েছে।’

প্লট পেলেন শিল্পীরা
সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠার একটি প্লট পেয়েছে অভিনয়শিল্পী সংঘ। রাজধানীর আফতাবনগরের এই প্লটপ্রাপ্তিকে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সদস্যরা। সভাপতি নাসিম বলেন , ‘গত বছরের সবচেয়ে বড় যে প্রাপ্তি, সেটা হচ্ছে সরকারের কাছ থেকে ঢাকার আফতাবনগরে সাড়ে তিন কাঠার প্লট পেয়েছি আমরা। সেখানে শিল্পীদের কল্যাণার্থে একটি ভবন নির্মাণ করা হবে এবং নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে।’ সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৩ বছর অভিনয়শিল্পীদের নিজস্ব কোনো জায়গা ছিল না। এবার আমরা সেটা পেয়েছি। আমাদের ইচ্ছা, সেখানে ভবন নির্মাণের মাধ্যমে শিল্পীদের রিক্রিয়েশনের ব্যবস্থা করা। আমরা একটি অ্যাক্টরস হোম করতে চাই। তৈরি করতে চাই ওল্ড হোমের আদলে একটি আবাসনব্যবস্থা, যেখানে বয়োজ্যেষ্ঠ শিল্পীরা বসবাস করতে পারবেন। এ ছাড়া সেই ভবন থেকেই সংগঠনের সব কার্যক্রম পরিচালিত হবে।’

আগামীর পরিকল্পনা
অভিনয়শিল্পী সংঘের নতুন কিছু কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনের নেতারা। এ বিষয়ে সংগঠনের সভাপতি নাসিম বলেন, ‘আমরা যে প্লট পেয়েছি, শিগগির সেখানে ভবন নির্মাণ শুরু হবে। আমরা শিল্পীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি, শিল্পীদের সঙ্গে অন্যদের, যেমন সাংবাদিক, প্রযোজক, পরিচালকদের সম্পর্ক উন্নয়নেও নানা পদক্ষেপ নেওয়া হবে।’ সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘চেইনশপ স্বপ্নর সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে। বার্ধক্যের কারণে কাজ করতে পারছেন না—এমন ২০ জন অভিনয়শিল্পীর প্রত্যেককে প্রতি মাসে ৫ হাজার টাকার বাজার সরবরাহ করা হবে। দ্রুতই আমরা সেই শিল্পীদের তালিকা তৈরি করব।’

গুণীজন সম্মাননা
দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন ও গুণীজন সম্মাননা। অভিনেতা অপূর্ব, নাসির উদ্দিন খান, আনন্দ খালেদ প্রমুখের গানের পাশাপাশি অনেক অভিনেতার পরিবারের সদস্যরাও অংশ নেন পরিবেশনায়। গত বছরের মতো এবারও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে সম্মাননা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। গত বছর যাঁরা জাতীয় পুরস্কার পেয়েছেন, একুশে পদক পেয়েছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা স্মারক।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন