Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ুয়া বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের চতুর্থ তলার বারান্দায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন থেকে অভিযুক্ত বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ওই ছাত্র এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় ওই ছাত্রীর ছোট ভাই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তার বোনকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। সে পুনরায় উত্ত্যক্ত করলে ছাত্রীর ভাই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করবে বলে জানায়।

এতে উত্ত্যক্তকারী ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের মূল ভবনের চতুর্থ তলার বারান্দায় মেয়েটির ভাইয়ের ওপর হামলা করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগটি তদন্ত করে।

আহত ছাত্রের বাবা বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যদি কোনো শিক্ষার্থী নিরাপদ না থাকে তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না।

ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত ছাত্রের মা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তার ছেলে অনলাইনে ফ্রি ফায়ার গেমসে আসক্ত। বাড়িতেও তাকে এসব বিষয়ে শাসন করতে গেলে সে আসবাবপত্র ভাঙচুর করে।

এ ঘটনার তদন্তকারী এসআই মুজিবর রহমান জানান, তদন্তে গিয়ে দা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, স্কুল কর্তৃপক্ষ আমাকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ