Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সারিয়াকান্দিতে এগিয়ে চলছে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারিয়াকান্দিতে এগিয়ে চলছে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ

বগুড়ার সারিয়াকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ এগিয়ে চলছে। পাকেরদহ চরের ঘরগুলোর নির্মাণকাজ শেষের দিকে। আগামী জুন মাসে উপকারভোগীদের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় সর্বমোট ২৪৫টি ঘর নির্মাণ হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামে ৫০টি ঘরের নির্মাণকাজ প্রায় শেষের পথে রয়েছে। ইতিমধ্যে ইটের গাঁথুনি, প্লাস্টার, রঙিন টিনের চালার কাজ শেষ হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, ঘরগুলো নির্মাণের আগে মাটি কেটে অপেক্ষাকৃত উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছে। বন্যার পানিতে প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই।

কথা হয় পাকেরদহ গ্রামের হাকিম খাঁর ছেলে মতিন খাঁর সঙ্গে। তিনি বলেন, ‘শুনিচ্চি হামার নামে পাকা ঘর বরাদ্দ হছে। শুনে হামার ছোলপোল ও হামি খুবই খুশি হছি। সারা জীবন কাঁচাঘরত থাকে কতইনা কষ্ট করলেম। বাউর (ঝড়) আসলে প্রতিবছর টিনের চাল উরে নিয়ে যায়। আল্লাহ যেন শেখ হাসিনার ভালো করে।’

উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের চরডোমকান্দি গ্রামেও চলছে মুজিববর্ষ উপলক্ষে ঘরের নির্মাণকাজ। ইতিমধ্যেই প্রস্তাবিত এলাকায় মাটি ভরাটকরণের কাজ সমাপ্ত হয়েছে। শুরু হয়েছে ঘর নির্মাণের জন্য ইট সিমেন্টের কাজ।

জানা গেছে, কাজলা ইউনিয়নের পাকেরদহ চরে ৫০টি ঘরের নির্মাণকাজ অল্প দিনের মধ্যেই শেষ হবে। এর পর সুবিধাভোগীদের মধ্যে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে। ঘরে বারান্দা, টয়লেট ও রান্না ঘরের সুবিধা থাকছে।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘পাকেরদহ চরে ৫০টি ঘর গৃহহীনদের জন্য প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। আগামী জুন মাসের মধ্যে এ প্রকল্পের ঘর নির্মাণকাজ শেষ করা হবে। বাকি ঘরগুলোর নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ