বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের শেরকোল শিমলা উচ্চবিদ্যালয়ের কক্ষ থেকে সরানো হয়েছে গ্রামীণ ব্যাংকের শাখা। ওই কক্ষে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে। এর আগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেওয়া বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
জানা গেছে, ২০০৬ সাল থেকে শেরকোল শিমলা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ গ্রামীণ ব্যাংক সোনাডাঙ্গা শাখাকে ভাড়া দেওয়া হয়। ভাড়া নেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ কক্ষটিতে কার্যক্রম চালিয়ে আসছিল।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, শ্রেণিকক্ষের পাশে ব্যাংক থাকায় পাঠদানে সমস্যা হচ্ছিল। বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়তে হতো তাদের।
গ্রামীণ ব্যাংক, সোনাডাঙ্গা শাখার দ্বিতীয় কর্মকর্তা জামিলুর রহমান বলেন, ‘আমরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভাড়া ছিলাম। পাঠদানের স্বার্থে অন্য স্থানে ব্যাংকের অফিসটি স্থানান্তর করে নিয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ অন্যস্থানে শাখা সরিয়ে নিয়েছেন। এখন সেই কক্ষে পাঠদান করানো হচ্ছে।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই শ্রেণিকক্ষে যা ইচ্ছে তা-ই করতে পারে না। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ইউএনও সুফিয়ান বলেন, ‘শ্রেণিকক্ষ থেকে ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে। সেখানে ক্লাস করছেন শিক্ষার্থীরা।’