নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবুকে ডিম খাওয়াতে গেলে কত যে কাণ্ড করতে হয়, তা আর বলতে! মাকে তো পুরো ঘর দৌড়োতে হয়-ই, সঙ্গে ছয় বছরের বড় ভাই তুতানকেও করতে হয় ভুংভাং। তাই আজ সকালে তুতান মাকে বলল, ‘ডিম সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে আমার কাছে দাও মা। আমি এমন কাণ্ড করব, বাবু না খেয়ে কোথায় যাবে?’ মা তুতানের কথামতো একটা বাটিতে দুটো সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে রাখলেন। তুতান মাকে বলল, ‘মা একটু গাজর কুচি করে দাও না।’ মা এনে দিলেন। এরপর তুতান কী করল, চলো দেখি।