বিনোদন প্রতিবেদক, ঢাকা
মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছেন তাঁর নতুন সিনেমা ‘কাজলরেখা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির টিজার প্রকাশ হলো গতকাল। ৩০ সেকেন্ডের টিজারে দেখা গেল রাজার চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ এক কন্যাকে খুঁজছেন। পথের মাঝে দেখা হওয়া জেলে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করছেন, ‘জাউলা ভাই, এক কন্যাকে তালাশ করি। পান পাতা মুখ আর দিঘল কালো চুল। দেখছনি তারে?’
এতে কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের প্রমুখ। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে আগামী মাসেই কাজলরেখা মুক্তি দিতে চান পরিচালক।