টাঙ্গাইলে বিয়ার, দেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে শহরের ভিক্টোরিয়া রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহারিয়ার সীমান্তর (২৩) শহরের কলেজ পাড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪ বোতল বিয়ার, ১ বোতল দেশীয় মদ, ১টি মোবাইল ফোন ও ৮০০ টাকা উদ্ধার করা হয়। র্যাবের দাবি গ্রেপ্তার শাহারিয়ার একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
এ ব্যাপারে র্যাব-১২ (সিপিসি-৩) টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।