ভূমধ্যসাগরে ফিলিস্তিন থেকে রকেট নিক্ষেপ করার এক দিন পর গত শনিবার রাতে গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এটি হামাসের একটি রকেট বানানোর কারখানা এবং সামরিক ঘাঁটিতে আঘাত করেছে বলে গতকাল রোববার জানায় ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গতকাল রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর এক টুইটে বলা হয়, নতুন বছরের আতশবাজির সময় ভিন্ন ধরনের একটি রকেট আসে গাজা থেকে। তবে এতে কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি। এমনকি এটি ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, তা-ও নিশ্চিত নয়। হামাসের মুখপাত্র হাজেম কাশিম জানান, বিমান হামলায় কয়েকটি ফসলিজমির ক্ষতি হয়েছে।