নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বাস্তবায়িত প্রকল্পগুলো মেয়াদ শেষ হওয়ার পরও রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন।
ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, ‘সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের বিষয়টি বাংলাদেশ এড়িয়ে যেতে পারে না। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জন্য এ ধরনের কর্মসূচির বাস্তবায়ন দেখে আমি আনন্দিত। জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে কমিউনিটি ও স্থানীয় সরকারের একসঙ্গে কাজ করা অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাই এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করি। বাংলাদেশ সরকার এবং ইউএনডিপি একসঙ্গে কাজ করায় যুক্তরাজ্য সরকারও গর্বিত।’
গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রবার্ট চ্যাটার্টন এসব কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এই প্রকল্পগুলো পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এলআইইউপিসির উদ্যোগে নগরীতে জলবায়ু-সহনশীল অবকাঠামোগত উন্নয়নে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তাতে আমি খুশি। এসব প্রকল্পে চসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। মেয়াদকাল শেষ হলেও এ ধরনের জনবান্ধব প্রকল্প চলমান থাকবে।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ব্রিটিশ সরকারের সহযোগিতায় ইউএনডিপির মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব তহবিল থেকেও ১০ শতাংশ ব্যয় করেছে।