ঝালকাঠির পুলিশ লাইনস মাঠে মুজিববর্ষ উপলক্ষে আইজি কাপ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঝালকাঠি ও নলছিটি উপজেলা সমন্বয় গঠিত টিম রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সমন্বয় গঠিত টিমকে ৩১-২৯ পয়েন্টে পরাজিত করেছে। মহিলা কাবাডি প্রতিযোগিতাও ঝালকাঠি-নলছিটি উপজেলা দল ২১-১৮ পয়েন্টে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জর অতিরিক্ত ডিআইজি এ কে এম আহসান উল্লাহ, বরিশাল পুলিশ সুপার নুরুল আমিন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সদর প্রশান্ত কুমার দে, সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার ও রাজাপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তরুণ কর্মকার ও হাবিবুর রহমান হাবিল ও সাইদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, যুগ্ম সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন, গালিব মাহমুদ ও তাপস রায়।