Ajker Patrika
সাক্ষাৎকার

অনেকেই ভাবছেন সাগর-রুনির গল্পে নির্মিত হয়েছে ‘অমীমাংসিত’

অনেকেই ভাবছেন সাগর-রুনির গল্পে নির্মিত হয়েছে ‘অমীমাংসিত’

আশফাক নিপুনের ‘মহানগর ২’ ওয়েব সিরিজে অভিনয়ের পর নতুন করে আলোচনায় তানজিকা আমিন। নারী দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। আজ তানজিকা আমিনের জন্মদিন। নতুন কাজ, জন্মদিনের পরিকল্পনাসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ

নারী দিবস উপলক্ষে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’ মুক্তি পাচ্ছে। ওয়েব ফিল্মটি সম্পর্কে বলুন। 
তিন জন মেয়ের গল্পে তৈরি হয়েছে ক্রিমিনালস। সাধারণ পরিবারের এই তিন মেয়ে একটি এমএলএম কোম্পানির কারণে বিপদে পড়ে। তাদের জীবনটাই বদলে যায়। তিন প্রান্তের ভিন্ন বয়সী তিন নারী একত্র হয় একটি অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। এমন গল্পেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। বানিয়েছেন ফরহাদ আহমেদ। আমার সঙ্গে আরও অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও নীল হুরেজাহান। ৮ মার্চ দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

সম্প্রতি নারীকেন্দ্রিক গল্পের সংখ্যা বাড়ছে। অনেকের অভিযোগ সঠিকভাবে গল্পগুলো পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে না। আপনার কী মনে হয়?
এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিতে নারীকেন্দ্রিক গল্প কম হয়। পুরুষদের কথা মাথায় রেখেই গল্পগুলো গড়ে ওঠে। নারীদের নিয়ে কনটেন্ট নির্মাণ শুরু হলেও একটু ভিন্নভাবে হচ্ছে। তবে পালাবদল যে শুরু হয়েছে, এতে আমি খুশি। আমার বিশ্বাস, ধীরে ধীরে নারী চরিত্র নিয়ে কাজের সংখ্যা বাড়বে এবং ভালো ভালো কাজ হবে। আমরা যারা এই অভিযোগ করছি, সামনে হয়তো নাও করতে পারি। 

আপনার অভিনীত ‘অমীমাংসিত’ নামের আরেকটি ওয়েব ফিল্ম রিলিজ হওয়ার কথা ছিল গত ২৯ ফেব্রুয়ারি। শেষ পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ কী জানেন?
সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফি। এতে আমি ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছি। আমার স্বামীর চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ। সেও পেশায় সাংবাদিক। এই দম্পতির হত্যাকাণ্ডের রহস্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। শেষ মুহূর্তে মুক্তি স্থগিত হয়ে গেছে। কারণ, সিনেমাটির সেন্সর ছাড়পত্রের প্রয়োজন পড়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখার পর ছাড়পত্র পেলে মুক্তি দেওয়া হবে। 

ওটিটির কোনো কনটেন্ট মুক্তি দিতে সেন্সর ছাড়পত্রের প্রয়োজন হয় না। এই সিনেমার ক্ষেত্রে এমন কেন হয়েছে বলে মনে করেন?
টিজার রিলিজের পর অনেকেই ভাবছেন সাংবাদিক দম্পতি সাগর-রুনির গল্পে নির্মিত হয়েছে অমীমাংসিত। সেন্সর বোর্ড হয়তো এ রকম কিছু মনে করেছে। তাদের কাছে মনে হয়েছে, এই সিনেমায় স্পর্শকাতর কোনো বিষয় থাকতে পারে। তাই তারা দেখতে চেয়েছে। 

আসলেই কি এটা সাগর-রুনির গল্প? 
এটা একটা অ্যাডাপ্টেড স্টোরি। আমি আর বর্ষণ সাংবাদিক দম্পতির চরিত্রে অভিনয় করেছি। মানুষজন তাই হয়তো রিলেট করে ফেলছে। দেখার পরেই বোঝা যাবে মানুষ যেমন ভাবছে, গল্পটা তেমন নাকি আলাদা একটি গল্প। 

সিনেমাটির মুক্তি পাওয়া নিয়ে কতটুকু আশাবাদী?
আমরা খুব আশাবাদী সেন্সর ছাড়পত্র নিয়ে। আমরা জানি, এই সিনেমায় এমন কিছুই নেই, যার জন্য সেন্সর ছাড়পত্র পাওয়া যাবে না। দ্রুতই সবাইকে ছাড়পত্র পাওয়ার সুখবর জানাতে পারব। আমার বিশ্বাস, দর্শক দেখার পর অমীমাংসিত সিনেমার প্রশংসা করবেন। 

গত কয়েক বছর একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত দেখা গেছে আপনাকে। এখন কম দেখা যাচ্ছে। কারণ কী? 
‘মহানগর ২’ রিলিজের পর ওটিটির কাজের ব্যস্ততা বেড়েছে। ভালো গল্পের বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছি। অভিনয়শিল্পী হিসেবে সব সময় ভালো কাজগুলোই করতে চাই। সেটা যে মাধ্যমেই হোক। ওটিটিতে ব্যস্ততা বাড়ার কারণে টিভি নাটকের সংখ্যা কমে গেছে। তবে নাটক যে করছি না, তেমনটা নয়। ঈদের বেশ কয়েকটি নাটকে দেখা যাবে আমাকে। সম্প্রতি ‘টিক্কা রিভেঞ্জ’ নামে ঈদের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছি। এটি বানিয়েছেন সাগর জাহান। আরও দুটি এক ঘণ্টার নাটক করেছি। কয়েকটি নাটকের কথা চলছে। 

ওটিটিতে আর কী আসছে? 
ক্রিমিনালস ও অমীমাংসিত ওয়েব ফিল্মের পর ‘কালপুরুষ’ নামের একটি সিরিজ আসবে। রোজার ঈদে দর্শক দেখতে পারবে সিরিজটি। সালজার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, ইমতিয়াজ বর্ষণ, মোস্তফা মনওয়ারসহ অনেকে।  

ক্যারিয়ারের শুরুতে সিনেমায়ও কাজ করেছিলেন। সিনেমা নিয়ে কিছু ভাবছেন? 
হ্যাঁ, সিনেমা নিয়েও ভাবনা আছে। ইতিমধ্যে একটি সিনেমা চূড়ান্ত হয়েছে। বানাবেন রায়হান রাফি। অনেকেই ভেবেছিলেন রাফির ‘তুফান’ সিনেমায় আমি অভিনয় করছি। আসলে তা নয়। এটি অন্য একটি সিনেমা। তুফান সিনেমার পর শুরু হবে এই সিনেমার শুটিং। কয়েক দিন পরে জানানো হবে সিনেমা ও শিল্পীদের নাম। 

আজ আপনার জন্মদিন। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ এই দিনে কোনো পরিকল্পনা আছে?
আমি সব সময় পরিবারের সঙ্গেই জন্মদিনের সময় কাটাই। চেষ্টা করি শুটিং না রাখার। এবারও কোনো শুটিং রাখিনি। অনেকেই ডেট চেয়েছিল। তাদেরকে অন্য কাজের কথা বলেছি। আজ সারা দিন পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাব।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ