বিনোদন প্রতিবেদক, ঢাকা
লম্বা বিরতির পর টিভি নাটকে ফিরে এখন ভালোই ব্যস্ত সময় কাটাচ্ছেন সারিকা সাবরিন। গত ঈদে একাধিক নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন। আগামী ঈদেও অনেক নাটকে দেখা দেবেন তিনি। প্রায় প্রতিদিনই সময় কাটছে বিভিন্ন শুটিং স্পটে। এর মাঝেই খানিকটা ভিন্ন পথে হাঁটলেন সারিকা। প্রথমবারের মতো হাজির হলেন মিউজিক ভিডিওতে।
জানা গেছে, ইমরান মাহমুদুলের গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানে মডেল হয়েছেন সারিকা। কিছুদিন আগে এফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এতে ইমরানের সঙ্গেই দেখা যাবে সারিকাকে। অভিনেত্রী বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। তবে কখনো মিউজিক ভিডিও করিনি। মনে হলো নতুন কিছু করা দরকার। কাজের ধরনে একটু ভিন্নতা আনা উচিত।