আজকের পত্রিকা ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রীর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। গতকাল সকালে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। হ্যাক হওয়ার কিছু সময় পরই এটি ঠিক করা হয়। হ্যাকিংয়ের সময় করা টুইট এড়িয়ে চলতে বলেছে তাঁর দপ্তর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন নিয়ে টুইট করা হয়। এতে বলা হয়, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বৈধ করা হয়েছে। অ্যাকাউন্ট পুনরায় ঠিক করার পর এটি সরানো হয়।