হোম > ছাপা সংস্করণ

ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর-মোহনপুর সড়কের একটি কালভার্ট ভেঙে গেছে। ১০-১২ দিন আগে কালভার্টটির মাঝবরাবর অনেকখানি জায়গা ভেঙে গেলেও এখন পর্যন্ত তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় বিপাকে পড়েছেন মোহাম্মদপুর, মোহনপুর, ফুলতুলি ও চান্দিনা এলাকার হাজার হাজার মানুষ।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, কালভার্টটি ভেঙে নিচের রড বের হয়ে গেছে, নিচে গভীর গর্ত। ক্ষতিগ্রস্ত ওই অংশে গাছের ডাল ও বাঁশ ফেলে তার ওপর বিপদসংকেত হিসেবে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মো. শাহ জালাল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মোহাম্মদপুর-মোহনপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে মোহনপুর, ফুলতুলি, চান্দিনাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এ ছাড়া মোহাম্মদপুর, মোহনপুর গ্রাম দুটি কৃষিনির্ভর। এই সড়ক দিয়েই স্থানীয় কৃষকেরা ধানসহ ও বিভিন্ন কৃষিজ পণ্য বাজারে নিয়ে যান। কালভার্টটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। গত বছরও কালভার্টটি সংস্কার করা হয়েছিল।’

স্থানীয় কৃষক লীগ নেতা মো. সেলিম বলেন, ‘কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোড়া। এলাকাবাসীসহ শত শত শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাঙা কালভার্ট দিয়ে যাতায়াত করছেন। যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ‍বিশেষ করে রাতের বেলায় কালভার্টটি মরণ ফাঁদে পরিণত হয়। ভাঙা কালভার্টটি দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. হুমায়ুন কবীর বলেন, ‘ইউপি চেয়ারম্যান এলাকায় নেই, তিনি আসলে বিষয়টি তাঁকে জানানো হবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গ কথা বলে চেয়ারম্যান শিগগিরই কালভার্ট সংস্কারের উদ্যোগ নেবেন।’

উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, দ্রুত সময়ের মধ্যেই কালভার্টটি সংস্কার করা হবে। তা ছাড়া কালভার্টটি যদি মেরামতের অযোগ্য হয় তাহলে বরাদ্দ দিয়ে সেখানে নতুন কালভার্ট নির্মাণ করা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি কালভার্ট সংস্কার করানো হয়েছে। মোহাম্মদপুর-মোহনপুর সড়কের ভাঙা কালভার্টটিও সংস্কার করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন