বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে পুলিশ চন্দ্রঘোনার আমতলী এলাকার একটি উঁচু পাহাড়ের মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পুশৈথোয়াই মারমা (৪২)। তিনি জেএসএসের বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত রোববার রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়া বাজারে পুশৈথোয়াই অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন অস্ত্রধারী এসে তাঁকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুশৈথোয়াইকে উদ্ধারে তৎপরতা শুরু করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল চন্দ্রঘোনা এলাকায় পাহাড়ে মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করে হত্যার পর পাহাড়ের মাটিতে পুঁতে রেখেছিল।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জেএসএস নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় মামলা করতে আসেনি। কে বা করা পুশৈথোয়াইকে হত্যা করেছে তাও বিস্তারিত জানা যায়নি। তদন্ত করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।