Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কেন্দুয়ার ১৩ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়ার ১৩ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।

২০২২ সালের ৫ জানুয়ারি কেন্দুয়া উপজেলার যে সকল ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে সেগুলো হচ্ছে- আশুজিয়া, দলপা, গড়াডোবা, গন্ডা, সান্দিকোনা, মাস্কা, বলাইশিমুল, নওপাড়া, কান্দিউড়া, চিরাং, রোয়াইলিবাড়ী-আমতলা, পাইকুড়া ও মোজাফরপুর।

দলীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উপজেলার ১৩টি ইউপিতেই আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আর ওইসব সভায় কাউন্সিলরদের গোপন ভোট ও তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকাও করা হয়েছে।

এ ব্যাপারে গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগেরে দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন জানান, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করে তৃণমূলের নেতাদের গোপন ভোট এবং মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের যে নামের তালিকা পাওয়া গেছে তা জেলা কমিটির মাধ্যমে দলের হাইকমাণ্ডে পাঠানোর সিদ্বান্ত গৃহীত হয়েছে।

পরে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ