হোম > ছাপা সংস্করণ

আমরা সবাই চোর হাহ হাহ হা

চাষী নজরুল ইসলাম

মৃত্যুর কিছুদিন আগে চাষী নজরুল ইসলামের ইচ্ছে হলো কিছু কথা বলে যাবেন। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তখন। চিকিৎসকেরা জানালেন, এখন আর ওষুধে কাজ হবে না। যে কদিন বাঁচেন, এভাবেই বেঁচে থাকতে হবে।

একটু কালো হয়ে গেছেন। দাড়ি-গোঁফ মুখে। হাসপাতালের বেডে বসে আছেন। কথা বলছেন স্বাভাবিকভাবেই। বুঝতে দিচ্ছেন না কোনো কষ্ট আছে শরীরে।

চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়েই কথা বলবেন। কিন্তু জীবন তো শুধু চলচ্চিত্র নয়, তাই রাজনীতিও উঠে আসে কথায়। বঙ্গবন্ধুকে তাঁর নির্মাণ করা ‘সংগ্রাম’ ছবিতে অভিনয় করিয়েছিলেন, সে কথা বলেন রোমাঞ্চিত হয়ে। সেলুলয়েড আর ডিজিটাল ফিল্মের কম্পোজিশনের মধ্যে যে পার্থক্য আছে, তা বুঝিয়ে বলেন। বলেন, টেলিভিশন থেকে যারা আসছে পরিচালক হয়ে, তারা একসময় ভালো কাজ করবে। চলচ্চিত্র এফডিসি থেকে বেরিয়ে যাবে।

ছোট কিছু প্রশ্ন থাকে, যা একজন মানুষের ভেতরটা বুঝতে সাহায্য করে। সেগুলোর উত্তরে তিনি বলেন, জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ তাঁর প্রিয় কবিতা। ‘জীবন সে তো পদ্মপাতায় শিশির বিন্দু’ গানটি তাঁর পছন্দের। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’ তাঁর প্রিয় উপন্যাস।

এরপর আসে প্রিয় সিনেমার কথা। নির্দ্বিধায় বলেন, ‘রুশ চলচ্চিত্রকার মিখাইল কালাতোজভের “ক্রেইনস আর ফ্লাইং” ছবিটির কথা। যে সিনেমা বলে দেয়, যুদ্ধের দরকার নেই। এ ছবিতে ছিল অসাধারণ কিছু শট। তার সে শটগুলো কে না চুরি করেছে? এই যেমন মাথা ঘুরছে গুলি লাগার পর। আমরা সব চোর হাহ হাহ হা!’

মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছিল তখন। তখন পর্যন্ত একজনেরও ফাঁসি হয়নি। তিনি মনে করেছিলেন, এসব রাজনীতি। রাজনীতির মাঠ গরম করে রাখার জন্যই এত আয়োজন। তারপর তিনি বলেছিলেন, ‘আমি তো মনে করি, ওদের ফাঁসি হলে কেউ কোনো কথা বলবে না। আশায় তো মানুষ বাঁচে। আমরাও চাই অনন্ত সুন্দর একটি দেশ হোক।

সূত্র: জাহীদ রেজা নূর, চোখের আলোয়, পৃষ্ঠা ৭৪-৭৭

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন