আগৈলঝাড়ায় জমির আইল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রতনপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৃত জগদীশ রায়ের ছেলে ঝন্টু রায় (৪৫) গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে ঝন্টু রায় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঝন্টু রায়ের লাশ একটি জমির আইল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মৃত ঝন্টু রায়ের ছেলে রাজু রায় বলেন, ‘গতকাল সকালে পশ্চিম মোল্লাপাড়া গ্রামে একটি জমির আইলে আমার বাবার লাশ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আমাদের বাড়ির লোকজনকে সংবাদ দেন।’
এ ঘটনায় রাজু রায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।