হোম > ছাপা সংস্করণ

প্রদীপ, লিয়াকত এখন কাশিমপুর কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত, কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে। গত বুধবার রাতে কড়া প্রহরায় তাঁদের এ কারাগারে আনা হয়। তাঁরা দুজনই মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, আদালত থেকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার কারাগারে নির্ধারিত পোশাক পরিয়ে কনডেমড সেলে রাখা হয়। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে তাঁদের গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। ঘটনার চার দিন পর ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন।

মামলায় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়। এতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করা হয়।

কক্সবাজারের র‍্যাব-১৫ মামলাটি তদন্ত করে। সিনহা হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন