জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সাইকেলে বাংলাদেশ ভ্রমণে এসেছেন পাপ্পু রায় নামের এক ভারতীয়। এটি তাঁর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ছেড়ে সিলেট শহরের উদ্দেশে রওনা দেন পাপ্পু রায়। এর আগে গত মঙ্গলবার তিনি ময়মনসিংহ দিয়ে নেত্রকোনায় আসেন।
পাপ্পু রায় সাইকেল চালিয়ে ২০ ডিসেম্বর যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে কুষ্টিয়া হয়ে বেশ কয়েকটি জেলা ঘুরে ময়মনসিংহে প্রবেশ করে মঙ্গলবার নেত্রকোনা আসেন। রাতে মোহনগঞ্জে অবস্থান করে বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আসেন।