Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রিমিক্সের সমালোচনায় এ আর রাহমান

বিনোদন ডেস্ক

রিমিক্সের সমালোচনায় এ আর রাহমান

সাধারণত কোনো ইস্যু নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন এ আর রাহমান। তবে সম্প্রতি তিনি রিমিক্স ট্রেন্ডের কড়া সমালোচনা করেছেন। মণিরত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমার প্রচারে ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরছেন রাহমান। তারই ফাঁকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যত বেশি ওই গানগুলো শুনি, ততই বিরক্ত লাগে। এতে একজন সুরকারের উদ্দেশ্যই বিকৃত হচ্ছে! অনেকেই বলে, ‘‘আমরা নতুন করে সৃষ্টি করছি।’’ কে-ইবা এই সৃষ্টির অধিকার দিয়েছে তাদের।’ এই কথাগুলোয় রাহমানের উষ্মা স্পষ্টভাবেই পাওয়া যায়।

রাহমান নিজেও রিমিক্স গান তৈরি করেছেন। ২০০৭ সালে ‘পোনমাগাল বানঢাল’ নামে একটি গান তৈরি করেছিলেন রাহমান, যা সত্তরের দশকের শিবাজির সিনেমা ‘সরগম’ থেকে নেওয়া। এ নিয়ে তিনি বলেন, ‘আমি যখন অন্যের সুর নিয়ে কাজ করি, সতর্ক থাকি। বিষয়টা এত সাদাকালো নয়। একে অন্যের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’

কেউ রিমিক্স করতে চাইলে তিনি প্রযোজক ও পরিচালকদের কীভাবে মোকাবিলা করেন জানতে চাইলে রাহমান বলেন, ‘অনেকেই আমার গান রিমিক্স করতে চান। একটা ঘটনা বলি, সেদিন আমি ও মণিরত্নম আমাদের নতুন চলচ্চিত্রের মিউজিক লঞ্চ করলাম। প্রযোজকেরা আমাদের পুরোনো স্মৃতি মনে করিয়ে বললেন, “আপনাদের প্রতিটি গান এখনো তাজা শোনাচ্ছে।” এর কারণ গানগুলো ডিজিটাল মাস্টারিংয়ে করা। সেখানে নতুন আর কী যোগ করবে! বেশির ভাগ সময়ে রিমিক্স ব্যাপারটি আমার কাছে অদ্ভুত লাগে। বিকৃত লাগে।’ এ আর রাহমানের সংগীতে ‘পন্নিইন সেলভান’ সিনেমায় পাঁচটি গান রয়েছে। সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ