মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী। গতকাল বুধবার উপজেলার মালখানগর ইউনিয়নের (মালখানগর রথবাড়ী) ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী প্রদীপ চন্দ্র এ বিষয়ে জেলা নির্বাচন ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
চতুর্থ ধাপে মালখানগর ইউনিয়নের ভোটগ্রহণ হয়। সেখানে প্রদীপ চন্দ্র কর তালা প্রতীকের মেম্বার প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ফলাফলে জয়ী হন ফুটবল প্রতীকে মেম্বার প্রার্থী হযরত আলী খান।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, ‘কোনো প্রার্থীর ভোট গণনা নিয়ে মতবিরোধ থাকলে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন।