নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই মাস পর হওয়া গতকাল জাতীয় দল কমিটির সভা নিয়ে আলাদা একটা আগ্রহই তৈরি হয়েছিল। এ সভাতেই বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার ভাগ্যনির্ধারণ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
জাতীয় দল কমিটির ১৩তম সভায় কাবরেরা উপস্থিত ছিলেন ঠিকই। তবে সে সভায় স্প্যানিশ কোচ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সভায় কোচ নয়, বরং তাঁর অধীনে এশিয়ান কাপ বাছাইপর্ব ও কম্বোডিয়া-নেপাল ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যালোচনার কথাই জানালেন নাবিল। কাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে হতে পারে বলে জানালেন জাতীয় দল কমিটির প্রধান। সভা শেষে তিনি বলেছেন, ‘জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর—দুজনের সঙ্গেই আমরা পর্যালোচনা করেছি, কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী চার সপ্তাহের মধ্যে আমরা আরেকটি সভা করব।’
আগামী ডিসেম্বরে শেষ হবে কাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ। সরাসরি না বললেও কাজী নাবিলের বক্তব্যেই ইঙ্গিত থাকল, বাংলাদেশ দলের কোচ হিসেবে টিকে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। কাবরেরাকে নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের পর্যালোচনা করে কাজী নাবিলের বক্তব্য, ‘যদি আমাদের ধারাবাহিক ৩ বা ৪টা ম্যাচ থাকে, তাহলে তৃতীয় বা চতুর্থ ম্যাচটি প্রত্যাশানুযায়ী হয় না। কী কারণে হয় না, কী করে এখানে উন্নতি করা যেতে পারে, এটা নিয়ে মূলত আলোচনা হয়েছে।’
নেপালের কাছে ৩-১ গোলে হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছিল কাবরেরার কৌশল। এমন হারের পরও জাতীয় দলের কোচের পাশেই থাকছেন নাবিল, ‘কোচ সেটির ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। আমরাও দেখেছি প্রথমার্ধে তিন গোল খেয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের মনোযোগ ছিল না।’