Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রশংসাপত্রের নামে বাণিজ্য

বাঘারপাড়া প্রতিনিধি

প্রশংসাপত্রের নামে বাণিজ্য

যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে প্রশংসাপত্র দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

টাকা জমা না দিলে প্রশংসাপত্র ও পরীক্ষার নম্বরপত্র দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। এমন অভিযোগ ওই কলেজের শিক্ষার্থীদের। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে।

জানা গেছে, কলেজটির প্রত্যেক শিক্ষার্থীকে প্রশংসাপত্র নিতে ৫০০ টাকা করে দিতে বাধ্য হচ্ছেন। টাকা না দিলে দেওয়া হচ্ছে না প্রশংসাপত্র। ফলে বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসা পত্র নিতে হচ্ছে তাঁদের।

গত ৯ সেপ্টেম্বর আজকের পত্রিকাতে এই কলেজের বিরুদ্ধে ‘অ্যাসাইনমেন্টের নামে বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে টাকা নেওয়া বন্ধ হলেও শিক্ষার্থীদের সঙ্গে রুক্ষ ব্যবহার শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, কোনো সমস্যা নিয়ে স্যারদের কাছে গেলে তাঁরা খারাপ ব্যবহার করেন। তাঁরা বলেন, ‘সাংবাদিকদের কাছে যাও। তাঁরা সমাধান করে দেবেন।’

শম্পা খাতুন, নাহিদ হাসান, রাকিব হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর জানান, অনার্সে ভর্তি হওয়ার জন্য মার্কশিট ও প্রশংসাপত্রের প্রয়োজন। কিন্তু প্রশংসাপত্র নিতে গেলে কলেজ কর্তৃপক্ষ ৫০০ টাকা দাবি করছে।

এ বিষয়ে কলেজ সভাপতি রাজীব রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।

অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে আছি। এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশংসাপত্র বা নম্বরপত্র বাবদ কোনো অর্থ আদায় সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ