বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বেতারের নতুন ধারাবাহিক ‘জীবন জয়ের গল্প’। এতে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদ। বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বিভাগে প্রচারের জন্য ছয় পর্বের ধারাবাহিকটি রচনা করেছেন তারিক মনজুর। প্রযোজনা সৈয়দা ফেরদৌসী যাত্রী।
‘জীবন জয়ের গল্প’ নাটকের গল্পে শোনা যাবে, গ্রামের চেয়ারম্যান শতাব্দী ওয়াদুদের জমিতে একটি পিতলের কলসি পায় কৃষক আজাদ আবুল কালাম। খবর রটে যায় এই কলসিতে মোহর আছে। সেই খবর জানতে পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান নূর সাংবাদিক তানিয়াকে অ্যাসাইনম্যান্ট দেন। পরে জানা যায়, কলসিতে মোহর নেই, আছে শুধু মাটি।