গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি সফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ প্রমুখ।