জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কতিপয় মন্ত্রী এবং দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে নির্বাচনবিহীন সরকার নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে। সরকার ক্রমাগতভাবেই রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আস্থা হারাচ্ছে।
গতকাল শুক্রবার ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে জেএসডির জাতীয় পরিষদের সভায় সভাপতির বক্তব্যে রব এসব কথা বলেন।
আবদুর রব বলেন, রাজনীতি বিচ্ছিন্নকরণের প্রক্রিয়ায় সরকার নিজেই এখন আরও বিপর্যস্ত। গণতন্ত্র, নির্বাচন ও সুশাসনের অভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক সুস্থিরতাকে অস্থির এবং ভীতিকর করে তুলছে। বিচারবহির্ভূত হত্যা, গুম এবং ভিন্নমতকে দলন করার সরকারের অপকৌশল দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে জেএসডিকে উপযোগী করে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান রব।