নরসিংদীতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নরসিংদী পাবলিক লাইব্রেরির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। নরসিংদী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম শাহজাহান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও কবি একে ফজলুল হক, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান, বেঙ্গল ইন্সটিটিউটের অধ্যক্ষ কেএম জিয়াউল হক, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষানগরী হিসেবে খ্যাত নরসিংদীতে ৮০টি কলেজ রয়েছে। নরসিংদীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। নরসিংদীতে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের উদ্যোগ দাবি করা হয় মানববন্ধনে।