মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার ৩ দিনব্যাপী এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্চের উদ্যোগে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতকাল সকালে উপজেলা অডিটোরিয়ামে যুব রেড ক্রিসেন্টের ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়ে ৩ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. শফিকুর রহমান ফারুক।