মা রুনা লায়লার সুরে নতুন গানে কণ্ঠ দিলেন তানি লায়লা। গানের নাম ‘কেন হয়ে গেছি পর’। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সংগীতায়োজনে রাজা কাশেফ। রুনা লায়লা বলেন, ‘ধ্রুব মিউজিক স্টেশন থেকে পাঁচটি গানের যে প্রজেক্ট ছিল, তানির গানটি সে প্রজেক্টের সর্বশেষ গান হিসেবে প্রকাশ পেল। তানির কণ্ঠের সঙ্গে যায়, এমন সুরই করেছি। তানিও চেষ্টা করেছে সুরে থেকে ভালোভাবে গানটি গাইতে।’