হোম > ছাপা সংস্করণ

প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী বৃদ্ধ নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় জমি নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মাদ মাতুব্বর (৬০) নামে গুরুতর আহত প্রতিবন্ধী বৃদ্ধ গতকাল রোববার মধ্যরাতে মারা গেছেন। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মাতুব্বর ওই গ্রামের মৃত জহুর মাতুব্বরের ছেলে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নারানদিয়া গ্রামের জলিল শেখের ছেলে আবেদ শেখের সঙ্গে প্রতিপক্ষ ইউপি সদস্য ওহিদ মাতুব্বরের সমর্থক ওয়াজেদ মাতুব্বরের ছেলে আবেদ মাতুব্বরের জমি মর্টগেজ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে ওহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে নুরু মাতুব্বরের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় নুরু মাতুব্বরের প্রতিবন্ধী চাচা মোহাম্মাদ মাতুব্বর দৌড়ে পালানোর সময় রাস্তায় পড়ে যান। তখন প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ মাতুব্বরের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তিনি মারা যান।

নিহতের ভাই ইনছুর মাতুব্বর বলেন, তাঁর ভাই মোহাম্মদ মাতুব্বর নারানদিয়া বাজারে চা খেতে গেলে ওহিদ মাতুব্বর ও সাহেব আলী মাতুব্বরের লোক ইয়াদ আলী, জাকির ও মাহবুবসহ বেশ কিছু লোক পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করেন।

নিহতের মেয়ে মাহফুজা বেগম বলেন, ‘আমার বাবাকে ওহিদ ও সাহেব আলীর হুকুমে হত্যা করা হয়েছে। আমার বাবার হত্যার বিচার চাই।’

অভিযুক্ত সাহেব আলী সাহেদ বলেন, তিনি ব্যতিক্রম পাবলিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক। সারা বছর ঢাকা থাকেন। এলাকায় বেড়াতে গিয়েছিলেন। এই সংঘর্ষের কোনো খবর তিনি জানেন না। ভোর রাতে হঠাৎ কিছু লোকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। তিনি প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেন। পরে শুনতে পারেন, সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে এবং মোহাম্মদ মাতুব্বর মারা গেছেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে মোহাম্মদ মাতুব্বর নিহত হন। লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সালথা থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় এলাকা শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন