হোম > ছাপা সংস্করণ

রণবীরের নায়িকা সাই পল্লবী

বিনোদন ডেস্ক

সহজ, সাধারণ, সুন্দর—এই তিনের অপূর্ব সম্মিলন সাই পল্লবী। তাঁর ব্যক্তিত্ব, পর্দায় মেকআপহীন উপস্থিতি, গল্প নির্বাচনের রুচি—সব মিলে ভারতে শুধু নয়, বাংলাদেশেও ছড়িয়ে আছে তাঁর অসংখ্য অনুরাগী।

দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী অল্পসংখ্যক সিনেমায় কাজ করেছেন। ২০১৫ সালে মালয়ালম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে প্রথম আলোচনায় আসেন। এরপর ‘কালি’, ‘ফিদা’, ‘মারি ২’, ‘আথিরান’, ‘শ্যাম সিংহ রায়’, ‘গার্গি’—সাই পা ফেলেছেন তামিল, তেলুগু, মালয়ালমসহ অনেক ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল।

সাই এবার পা রাখছেন বলিউডে। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দিয়ে হবে তাঁর বলিউড অভিষেক। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রামায়ণের পৌরাণিক কাহানি নিয়ে সিনেমা বানাচ্ছেন নীতেশ। তাতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রামায়ণ সিনেমাটি নিয়ে অনেক দিন ধরে সাই পল্লবীর সঙ্গে কথা হচ্ছে নির্মাতার।

মাঝে খবর রটেছিল, শিডিউল জটিলতার কারণে সাই সিনেমাটি করতে পারছেন না। তাই তাঁর বদলে নেওয়া হচ্ছে আলিয়া ভাটকে। কিন্তু জানা গেছে, আলিয়া ভাটকে নাকি এ চরিত্রের প্রস্তাবই দেওয়া হয়নি। শুরু থেকেই সীতা চরিত্রের জন্য সাইকেই ভেবে রেখেছেন নির্মাতা। আগামী নভেম্বরে এ চরিত্রের জন্য লুক টেস্ট দেবেন সাই।

সব ঠিকঠাক থাকলে এরপরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। শুটিং শুরু হবে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে। রামায়ণে সাই পল্লবীর নায়ক হবেন রণবীর কাপুর। রামের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।

এ খবর শোনার পর থেকে উচ্ছ্বাসে মেতেছেন সাই পল্লবীর ভক্তরা। একে তো বলিউডে অভিষেক হচ্ছে তাঁর, তার ওপর বিপরীতে রণবীর—এ যেন সোনায় সোহাগা। নতুন এই জুটি দর্শকদের কতটা মন ভরাতে পারবেন, এখন থেকেই শুরু হয়েছে সে হিসাব-নিকাশ।

রামায়ণে আরও এক দক্ষিণি তারকা থাকবেন বলে শোনা গেছে। ‘কেজিএফ’ তারকা ইয়াশের লুক টেস্ট নেওয়া হয়েছে রাবণ চরিত্রে অভিনয়ের জন্য।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন