এবারের এসএসসি পরীক্ষায় দাকোপ সদর মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থী মো. রিয়াদুল ইসলাম অনিক জিপিএ-৫ পেয়েছে। অনিকের স্বপ্ন ইঞ্জিনিয়ার হয়ে দেশ সেবায় কাজ করা। আর্থিক অভাব অনটনের মধ্যে থেকেও সে এ সাফল্য অর্জন করেছে।
চালনা পৌরসভার ৮ নং ওয়ার্ড আচাভূয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. ফজলুল হকের পুত্র অনিক। তার মা ফিরোজা বেগম একজন গৃহিনী। ছোট বেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা রিয়াদুল ইসলাম অনিক ছিল পড়াশুনায় খুবই মনযোগী। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সে এই সাফাল্য অর্জন করে। পরিবারের আর্থিক দৈন্যতায় নানা সীমাবদ্ধতার মাঝে কেবল নিজের ঐকান্তিক প্রচেষ্টা আর শিক্ষকদের উৎসাহ অনুপ্রেরণায় সে এমন ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। অনিক দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের ভাগ্নে। সে ভবিষাতে এমন ফলাফল অব্যহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেছে।