শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ৪ শিশু আহত হয়েছে। গতকাল রোববার দুপুরে মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অয়ন হাওলাদারের (৭) বাম পা ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। এ ঘটনায় একই এলাকার হানিফ হাওলাদারের ছেলে রনি হাওলাদার (০৫), রতন ব্যাপারির ছেলে সায়েম (০৫) ও হোসেন ঢালীর ছেলে জাবেদ (০৫) আহত হয়। আহত তিন শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, রোববার দুপুরে মন্ডল বাড়ির সবজি বাগানের খেলতে গিয়ে লাল স্কচটেপ মোড়ানো ককটেল দেখতে পায় শিশুরা। বল ভেবে ককটেল নিয়ে খেলতে থাকে শিশুরা। এ সময় অয়নের হাত থেকে ককটেলটি পড়ে বিস্ফোরিত হয়। আহত চার শিশুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
আহত অয়ন হাওলাদারের মা তারা বেগম বলেন, ‘ছেলেরা বাড়ির পাশেই খেলা করছিল। হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে যাই সেখানে। গিয়ে দেখি ছেলে পা পুড়ে গর্ত হয়ে গেছে। হাড় দেখা যাচ্ছিল।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘ঘটনা তদন্ত করা হচ্ছে। কোথা থেকে এই ককটেল এসেছে তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’