Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

পাবনার ভাঙ্গুড়ায় প্রাথমিক শিক্ষায় বয়স জটিলতার কারণে সহস্রাধিক শিক্ষার্থী আগামী ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না। এ কারণে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারি স্থগিত করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সমাপনী উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৯৮। এদের মধ্যে প্রায় অর্ধেক ছাত্রছাত্রীর বয়স ১০ বছরের বেশি। সুতরাং সহস্রাধিক শিক্ষার্থীর বয়স জটিলতার কারণে আগামী জানুয়ারিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

এদিকে ১০ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা আগামী জানুয়ারিতে মাধ্যমিক স্কুলগুলোতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না শুনে হতাশ হয়েছে পড়েছেন অভিভাবকেরা।

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ডের ভর্তি নির্দেশনা অনুযায়ী পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০ বছরের বেশি বয়সের ছাত্রছাত্রীর ভর্তির সুযোগ থাকলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ওই স্কুলের স্থগিত করা ভর্তি লটারি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিপত্র অনুযায়ী ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। এর বাইরে ভর্তির সুযোগ নেই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ