ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান আহমেদ যোগদান করেছেন। গত রোববার বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।
নাহিয়ান আহমেদ আগে দুদক ও পরিকল্পনা কমিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ইউএনও নাহিয়ান আহমেদ বিদায়ী ইউএনও সাদিকুর রহমান সবুজের স্থলাভিষিক্ত হলেন। ইউএনও সবুজকে কিশোরগঞ্জের ভৈরবে বদলি করা হয়েছে।