হোম > ছাপা সংস্করণ

বারীর নির্দেশনায় মঞ্চে আসছে ‘হার্মাসিস ক্লিওপেট্রা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রাচীন মিসরের ইতিহাস থেকে উঠে আসা চরিত্র হার্মাসিস। বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয় হার্মাসিস। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে, রাজজ্যোতিষীর কাজ নেয়। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করে সে। কিন্তু সফল হয় না। তার পথে বাধা হয়ে দাঁড়ায় প্রেম, ছলনা আর বিশ্বাসঘাতকতা।

এমন গল্পে মঞ্চে নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নিয়ে আসছে নাট্যদল অনুস্বর। এটি দলের নবম প্রযোজনা। রাহমান চৌধুরীর লেখা এ নাটকের নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। তিনি জানিয়েছেন, নাটকটি মঞ্চে আনার জন্য তিন মাস ধরে মহড়া করছেন তাঁরা। মোহাম্মদ বারী বলেন, ‘মানুষের সবচেয়ে অদ্ভুত আবেগের নাম যদি হয় প্রেম, তবে তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কঠোর কঠিন বাস্তবতা। যুগে যুগে এই দুইয়ের গোলকধাঁধায় বহু দৃঢ়চিত্তের মানুষও কখনো কখনো পা বাড়িয়েছে ভুল পথে। আবার সময় এবং স্বীকৃতির প্রয়োজনে কেউ দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে বাস্তবতা। প্রাচীন মিসরের প্রেক্ষাপটে প্রেম ও বাস্তবতা—দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার রূঢ় বয়ান হার্মাসিস ক্লিওপেট্রা।’

নাটকে হার্মাসিস চরিত্রে অভিনয় করছেন এস আর সম্পদ আর ক্লিওপেট্রা চরিত্রে দেখা যাবে ফৌজিয়া করিম অনুকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মেরিনা মিতু, যজ্ঞোসিনী মৌ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, মাহফুজ সুমন, পিয়ার মোহাম্মদ, নুরুজ্জামান প্রমুখ। সংগীতে ইউসুফ হাসান অর্ক, পোশাক পরিকল্পনায় তামান্না হক সিগমা।

রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ আগস্ট থেকে ২৬ আগস্ট—চার দিনে নাটকটির চারটি প্রদর্শনী হবে। ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে উদ্বোধনী মঞ্চায়ন, এরপর পরবর্তী তিন দিন একই সময়ে দেখা যাবে নাটকটির আরও তিনটি প্রদর্শনী। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন