Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাকিব-কোহলিদের বেতন কেমন

ক্রীড়া ডেস্ক

সাকিব-কোহলিদের বেতন কেমন

এক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে কেন্দ্রীয় চুক্তির তালিকা। সেখানে অনুমিতভাবেই সর্বোচ্চ ‘এ প্লাস’ শ্রেণিতে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। ভারতীয় তারকা ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা।

পর্যালোচনা করে দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের বেতনও। গত জানুয়ারিতে বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেতন পান সাকিব আল হাসান। প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকা পান তিনি, বছরে যেটি ১ কোটি ৮ লাখ টাকা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে না থাকায় মাসে পান ৬ থেকে ৭ লাখ টাকা। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যেটি যথেষ্ট আকর্ষণীয়ই বলা যায়। তবে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে সর্বনিম্ন ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের বেতন সাকিব-মুশফিকদের চেয়ে বেশি। এই শ্রেণিতে থাকা শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, উমেশ যাদবরা পান মাসে ১০ লাখ টাকা।

সবচেয়ে উন্নত বেতনকাঠামো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেতন প্যাট কামিন্সের, বছরে ১৪ কোটি টাকা। আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পূর্ণ চুক্তিতে থাকা ক্রিকেটাররা বছরে আয় করেন ৯ লাখ পাউন্ড (১১ কোটি ৬০ লাখ টাকা)। লাল বলের ক্রিকেটারদের বার্ষিক বেতন ৮ কোটি ৩৪ লাখ টাকা। আর সাদা বলের ক্রিকেটাররা বার্ষিক বেতন পান ৩ কোটি ২২ লাখ টাকা থেকে ৪ কোটি ৫১ লাখ টাকা।

তারকা ক্রিকেটাররা

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ