Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মেঘনায় মিলছে না ইলিশ

মনজুর রহমান, লালমোহন (ভোলা) 

মেঘনায় মিলছে না ইলিশ

ভোলার লালমোহনে মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আবার সাগরে গিয়ে যা পাওয়া যাচ্ছে, তাতেও উঠছে না খরচ। কারণ, জ্বালানি তেলের দাম বেড়েছে। সব মিলিয়ে হতাশা বাড়ছে উপজেলার জেলেপল্লিতে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা মোট নিবন্ধিত জেলের সংখ্যা ২৩ হাজার ১৭৮ জন। তবে এর প্রকৃত সংখ্যা আরও অধিক। এর মধ্যে ধলীগৌরনগর এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের জেলের সংখ্যা বেশি।

ধলিগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকার জেলে শহিজল হক বলেন, ‘নদীতে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। সাগরে কিছু ইলিশ থাকলেও তেলের দাম বৃদ্ধির কারণে সাগরে গিয়ে যে ইলিশ পাওয়া যায় তাতে প্রতিবার ফিরে দেখা যায় লাভের চেয়ে লোকসান বেশি। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় রয়েছি। মাস শেষে ঠিকমতো ৪টি বেসরকারি সংস্থার কিস্তি দিতে পারছি না।’

বাত্তিরখাল এলাকার একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. শাহেআলম। তিনি বলেন, ‘নদী বা সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে ৭ দিনের জন্য একটি ট্রলারে অন্তত ১৫-১৬ জন জেলে বের হন। এ সাত দিনের জন্য ট্রলারে খরচের পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। তবে মাছ শিকার শেষে তীরে ফিরে দেখা যায়, ৫০ হাজার টাকার মাছও পাওয়া যায়নি। এ জন্য অনেক জেলে এখন নদীতে যেতে চাচ্ছেন না।’

উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করা জেলে মো. ওয়াসিম বলেন, ‘বর্তমানে তেঁতুলিয়া নদীতে মাছ নেই বললেই চলে। তার ওপরে যে হারে জ্বালানি তেলের দাম বেড়েছে, তাতে প্রতিবার নদী থেকে ফিরে হিসাব করে দেখা যায়, লাভের চেয়ে লোকসান বেশি। এ পেশায় টিকে থাকাই দায় হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে ঋণের দায়ে গ্রাম ছেড়ে পালাতে হবে।’

উপজেলার নাজিরপুর মাছ ঘাটের আড়তদার মো. মনির হাওলাদার বলেন, ‘নদীতে মাছ কম থাকার কারণে জেলেরা আমাদের থেকে যে টাকা নিয়েছে তাও ঠিকমতো শোধ করতে পারছেন না। এতে করে যেমন জেলেদের সমস্যা হচ্ছে, তেমনি আমাদেরও পরিবারের সদস্যদের নিয়ে চলতে সমস্যা হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ বলেন, ‘নদীর মোহনা অঞ্চলে পলি জমার কারণে নদীতে গভীরতা কমে গেছে। নদীতে স্রোতও কমে গেছে। এ জন্য বর্তমানে যে পরিমাণ মাছ নদীতে আসার কথা তা আসতে পারছে না। কিছু স্থানে ড্রেজিং করলে আগের মতো মাছ পাওয়া যাবে।’

মেরিন ফিশারিজের এ কর্মকর্তা আরও বলেন, ‘তবুও আশা করছি সেপ্টেম্বরের প্রথম দিক থেকে নদীতে ইলিশের সংখ্যা আরও বাড়বে। তখন হয়তো জেলেরা তাঁদের কাঙ্ক্ষিত ইলিশ পাবেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ